বাংলাদেশের প্রস্তুতি মাচ আজ

আপডেট: ২০১৭-০২-০৫ ১০:০৩:৫৩


Bangladesh's Taskin Ahmed (L), Mominul Haque(C) and Mahmudullah watch a practice session at the Rajiv Gandhi International Cricket Stadium in Hyderabad on February 4, 2017, ahead of a Test match between India and Bangladesh. India will play one Test match against Bangladesh on February 9-13. RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE - GETTYOUT / AFP PHOTO / NOAH SEELAM / ----IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE----- / GETTYOUT

বাংলাদেশ দল ভারত সফরে যাওয়ার পর গত দুই দিন অনুশীলনের পর আজ রবিবার  ভারতীয় ‘এ’ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে। হায়দরাবাদের জিমখানা মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ভারতের বিরুদ্ধে ৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া একমাত্র টেস্টের আগে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে এপ্রস্তুতি ম্যাচ বড় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসার গতকাল হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুশীলন শেষে বলেছেন, ‘এটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। কারণ কদিন আগে আমরা নিউজিল্যান্ডে খেলে এসেছি। ওখানে শুরুতে বল ভালো উচ্চতায় কিপারের কাছে যেত। কিন্তু এখানে উইকেট কিছুটা স্লো হবে। প্রস্তুতি ম্যাচটা আমাদের মানিয়ে নিতে সাহায্য করবে।’
তাসকিনের অবশ্য আজ প্রস্তুতি ম্যাচে খেলার সম্ভাবনা খুবই কম। অধিনায়ক মুশফিকুর রহিম এ ম্যাচে অংশ নিলেও কিপিং করবেন না। গতকাল অনুশীলনে ফিল্ডিং অনুশীলন করেছেন তিনি। সেক্ষেত্রে লিটন কুমার দাস কিপিং করবেন। বাড়তি পেসার হিসেবে শুধু এই ম্যাচটার জন্যই ভারতে গিয়েছেন আবু জায়েদ রাহী। আজ একাদশে থাকার কথা তারও।
নিউজিল্যান্ডে পেস-বাউন্সি কন্ডিশনে খেলে এসেছে বাংলাদেশ। ভারতে পুরো বিপরীত কন্ডিশনে খেলতে হবে মুশফিকদের। প্রস্তুতি ম্যাচে তাই ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে ব্যাটসম্যান-বোলারদের। উইকেট স্পিন সহায়ক হতে পারে বলে স্পিনারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে ম্যাচটি। বিশেষ করে বোলিংয়ে বড় ভরসা থাকবে মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, তাইজুল ইসলামদের উপরই।
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারতীয় ‘এ’ দলে অবশ্য তরুণদের ছড়াছড়ি। ভারতের টেস্ট দলে থাকা অভিনব মুকুন্দ ও হার্দিক পান্ডিয়া খেলবেন প্রস্তুতি ম্যাচে। ওপেনার মুকুন্দ নেতৃত্ব দিবেন ‘এ’ দলের। গত বছর বাংলাদেশের মাটিতে যুব বিশ্বকাপ খেলা ঈশান কিশান ও রিসাব পান্ত রয়েছেন প্রস্তুতি ম্যাচের দলে।