চলতি সপ্তাহে ২ কোম্পানির এজিএম
প্রকাশ: ২০১৭-০২-০৫ ১০:০৫:১৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। কোম্পানি দুইটি হচ্ছে- শাহজিবাজার পাওয়ার কোম্পানি ও ম্যাকসন স্পিনিং লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, শাহজিবাজার পাওয়ারের এজিএম আগামীকাল ৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় খামারবাড়ি, কেআইবি কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৩৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৩০ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস।
ম্যাকসনস স্পিনিং মিলসের এজিএম আগামী ৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির এজিএম ম্যাকসনস গ্রুপ কনফারেন্স হল, গৌরিপুর, আশুলিয়া, সাভারে অনুষ্ঠিত হবে।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।