নজরুল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বহিষ্কার

প্রকাশ: ২০১৭-০২-০৬ ১২:৫৩:৫৬


JKKNIU11ময়মনসিংহের ত্রিশালে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার খন্দকার এহসান হাবীবকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক এস এম. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুকে এহসান হাবীবের একটি স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করে।

জনসংযোগ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার খন্দকার এহসান হাবীব সম্প্রতি তার ফেসবুকে কিছু স্ট্যাটাস পোস্ট দেওয়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে অপ্রীতিকর ঘটনা ঘটে। এ ঘটনায় ২ ফেব্রুয়ারি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়।

গত ৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৫৫তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাময়িক বহিষ্কার করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন।

এ ছাড়া আগের গঠিত তদন্ত কমিটিতে অন্য বিশ্ববিদ্যালয়ের দুইজন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ প্রফেসরকে অন্তর্ভুক্ত করে কমিটি পুর্নগঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হলেন প্রফেসর এএম শামসুর রহমান।

কমিটিকে স্বল্প সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত কমিটি থেকে প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

সানবিডি/জাককানইবি/আজিজার/এসএস