বিয়ের মঞ্চেই বরের মৃত্যু!

প্রকাশ: ২০১৭-০২-০৭ ১০:২৩:২৮


Biaভারতের কর্ণাটক রাজ্যে এক মুহূর্তের মধ্যেই বিয়ের অনুষ্ঠান পরিণত হয় শোকের সাগরে। কারণ বিয়ের মঞ্চে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বর বসন্ত কুমার। খবর টাইমস অব ইন্ডিয়ার।

টাইমস অব ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে বলছে, ২৮ বছর বয়সী বর বসন্ত কুমার তার নিজের বিয়ের মঞ্চে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তিনি তথ্যপ্রযুক্তিতে পড়াশুনা শেষ করেছিলেন। বিয়ের আনুষ্ঠানিকা শুরুর মুহূর্তে হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মঞ্চে পড়ে যান তিনি।

রাভিশ নামের কুমারের এক আত্মীয় বলেন, ‘সবকিছু চলছিল ঠিকভাবেই। আনুষ্ঠানিকতা শুরুর কয়েক মিনিট আগে বসন্ত কুমার ঢলে পড়েন মঞ্চে। ফলে বিয়ের মঞ্চের আনন্দঘন মুহূর্ত হঠাৎ রূপ নেয় শোকে। তার এই মৃত্যুতে আমরা সকলেই মর্মাহত। ’

সানবিডি/ঢাকা/এসএস