টঙ্গীতে রেল ব্রিজে আগুন

আপডেট: ২০১৭-০২-০৯ ১৩:৪২:১৭


Tangi Rel Bridgeগাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের উপর রেল ব্রিজে অগ্নিকাণ্ডে কয়েকটি রেল ব্রিজের কয়েকটি পাটাতন পুড়ে গেছে। এ ঘটনায় ঢাকা-রাজশাহী-ময়মনসিংহ রেললাইনে সাময়িক ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে পাশে আরেকটি ব্রিজ দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে টঙ্গী বাজার এলাকায় তুরাগ নদে রেল ব্রিজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, টঙ্গী বাজার এলাকায় তুরাগ নদে রেলওয়ে ব্রিজের নিচে চটের বস্তার রাখা হয়েছিল। সকালে ওই চটের বস্তায় আগুন লাগে। পরে আগুন রেল ব্রিজে ছড়িয়ে পড়ে। এতে রেল ব্রিজের কয়েকটি পাটাতন পুড়ে গেছে। এ ঘটনার পর থেকে ওই ব্রিজরে উপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে পাশে আরেকটি রেলব্রিজ দিয়ে টেন চলাচল করে।