টসে জিতে ব্যাটিংয়ে ভারত

প্রকাশ: ২০১৭-০২-০৯ ১০:১৫:০২


Musfik.Koheliবাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হয়েছে ম্যাচ। ব্যাটে নামেন ভারতীয় ব্যাটসম্যান রাহুল ও মুরালি বিজয়। চারবলের মাথায় তাসকিনের শিকারে পরিণত হয়ে আউট হয়েছেন রাহুল।
এরআগে টসে জিতে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।
বাংলাদেশ স্কোয়াডে রয়েছেন মুশফিকুর রহিম, কামরুল ইসলাম রাব্বি, লিটন দাস, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, শফিউল ইসলাম, সাকিব আল হাসান, সৌম্য সরকার, শুভাশীষ রায়, তাইজুল ইসলাম, তামিম ইকবাল ও তাসকিন আহমেদ
অন্যদিকে ভারতীয় দলের হয়ে মাচে নামছেন বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, অভিনব মুকুন্দ, করুন নায়ার, হার্দিক পান্ডে, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, ঋদ্ধিমান সাহা, ইশান্ত শর্মা, মুরালি বিজয়, জয়ন্ত যাদব ও উমেশ যাদব।
উল্লেখ্য, আজকে শুরু হওয়া ম্যাচের আগে বাংলাদেশ খেলেছে ৯৭টি টেস্ট। এরমধ্যে ভারতের বিপক্ষে খেলেছে ৮ টেস্ট। যেখানে হার ৬টিতে, ড্র হয় বাকি ২ টেস্ট। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য এই ৮টি টেস্টই হয় বাংলাদেশের মাটিতে। ১৬ বছর অতিক্রম করে টেস্টের ১৭ বছরে পা রেখেছে বাংলাদেশ।
অথচ এত বছরে ভারতের মাটিতে কোনও টেস্ট খেলার আমন্ত্রণ পায়নি বাংলাদেশ। অবশেষে মিলেছে আমন্ত্রণ। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এই টেস্টকে ইতোমধ্যে ‘ঐতিহাসিক টেস্ট’ হিসেবে ঘোষণা দিয়েছেন। বাকিটা এখন দেখার অপেক্ষা।