চন্দ্রিমা উদ্যানের সামনে প্রাইভেটকারের ধাক্কায় যুবক নিহত
প্রকাশ: ২০১৭-০২-০৯ ১১:৩২:৫৩
রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানের সামনে প্রাইভেটকারের ধাক্কায় মাকসুদুল করিম রায়হান (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মোহাম্মদপুর থেকে মোটরসাইকেল চালিয়ে উত্তরায় কর্মস্থলে যাচ্ছিলেন মাকসুদুল। পথিমধ্যে দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়, এতে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক সকাল সোয়া ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।