বাবা-মার অযত্ন হলে কাটা যাবে বেতন

আপডেট: ২০১৭-০২-০৯ ১৭:৫৯:৩৬


parentsমা-বাবার প্রতি সন্তানের দায়িত্বকে মনে করিয়ে দিতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম একটি অভিনব আইন প্রণয়ন করতে যাচ্ছে। এ আইনের ফলে মা-বাবাকে ঠিকমতো দেখাশোনা না করলে সরকারি কর্মচারীদের বেতন থেকে একটা অংশ কেটে নেওয়া হবে।

আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এ সপ্তাহে তাদের রাজ্যের বাজেট পেশ করতে গিয়ে এ কথা ঘোষণা করেছেন এবং জানিয়েছেন, এই নতুন নিয়ম ২০১৭-১৮ অর্থ বছর থেকেই চালু হয়ে যাবে।

কর্মচারীদের বেতন থেকে যে টাকা কাটা হবে, সেটা তার বাবা-মার ভরণপোষণের কাজেই ব্যয় করা হবে বলে সরকার জানিয়েছে।

হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, “বয়স্ক বাবা-মার যত্ন নেওয়া প্রত্যেক সন্তানের কর্তব্য। যদি কোনও সরকারি কর্মচারী সেটা না করেন তাহলে সরকারই তার বেতন কেটে নিয়ে সেই কর্তব্য পালন করবে। ”

ভারতের বিভিন্ন রাজ্যে ইদানীং এমন বহু অভিযোগ উঠেছে, যেখানে যথেষ্ট আর্থিক সঙ্গতি থাকা সত্ত্বেও ছেলেমেয়েরা অসুস্থ বৃদ্ধ বাবা-মায়ের দিক থেকে নজর ফিরিয়ে নিয়েছে। অনেক ক্ষেত্রে বহু অসহায় বাবা-মা আদালতেরও শরণাপন্ন হয়েছেন।

তবে এই সামাজিক সমস্যার প্রতিকারে আসাম সরকার যে অভিনব পন্থার কথা ভেবেছে, তা অন্য কোনও রাজ্যে কখনও প্রয়োগ করা হয়নি।