কক্সবাজারে বন্দুকযুদ্ধে ৩ পুলিশ সদস্য আহত

আপডেট: ২০১৭-০২-০৯ ১৮:১৩:১৬


নমুনা ছবি
নমুনা ছবি

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানকেতে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন পুলিশের এসআই মেহেদী হাসান, কনস্টবল সোহেল ও পারভেজ।

বৃহস্পতিবার বেলা ১টার দিকে মামলা সংক্রান্ত কাজে পুলিশ ওই এলাকায় গেলে এ ঘটনা ঘটে।

এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি দেশিয় তৈরি বন্দুক ও ২০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। ঘটনাস্থলেই পুলিশের হাতে গ্রেফতার হয় এলাকার শীর্ষ সন্ত্রাসী আনু মিয়া ও মোহাম্মদ আজিজ। মহেশখালী থানার ওসি প্রদীপ কুমারি দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।