রাজধানীতে ১০ ভুয়া ডিবি পুলিশ আটক
প্রকাশ: ২০১৭-০২-১২ ১০:৪৭:৪৬
রাজধানীর সবুজবাগ থানা এলাকা থেকে ১০ জন ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার রাতে তাদের আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে ভুয়া ডিবি পুলিশের ১০ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪টি গাড়ি, পিস্তল, পাইপ গান, জ্যাকেট, ওয়াকিটকি, হাতকড়া ও ছুরি উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।