বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
প্রকাশ: ২০১৭-০২-১৪ ১০:২৭:৩৬
বগুড়ার কাহালুতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তুল, ৩ রাউন্ড গুলি ও কিছু ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
লাশ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে রয়েছে।
জেলা পুলিশের মিডিয়া বিভাগ জানায়, সোমবার রাত আড়াইটায় কাহালু উপজেলার পাতানজা এলাকায় টহল পুলিশের উপর সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। তখন পুলিশও পাল্টা গুলি করলে একজন গুরুতর আহত হয়। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।