বিব্রতকর প্রশ্নের মুখোমুখি ইরফান পাঠান
প্রকাশ: ২০১৭-০২-১৪ ১১:৩৬:৩৪
ভারতীয় ক্রিকেট দলে নবাব আলি খান পাতৌদি, জহির খান, ইউসুফ পাঠানের মতো মুসলিমরা দাপিয়ে খেলেছেন। হিন্দুপ্রধান এ দেশটির ক্রিকেট দলে এখনো একাধিক মুসলমান খেলোয়াড় খেলছেন।
মুসলিম হয়ে হিন্দুপ্রধান দেশে খেলার অভিজ্ঞতা কেমন? সম্প্রতি নিজের অভিজ্ঞতার কথা জানালেন পেসার ইরফান পাঠান।
সম্প্রতি ভারতের নাগপুরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ইরফান বলেন, পাকিস্তানের এক তরুণী আমাকে জিজ্ঞাসা করেছিল, মুসলিম হয়েও কেন আমি ভারতের হয়ে খেলি? জবাবে ওকে আমি বলেছিলাম, ভারতের হয়ে খেলতে পারাটা আমার কাছে গর্বের। ওই ঘটনাটি এখনও আমাকে ভাল কিছু করার জন্য অনুপ্রেরণা জোগায়। ৩২ বছর বয়সী ইরফান ভারতের হয়ে শেষ খেলেছেন ২০১২ সালের অক্টোবরে। এরপর থেকে দলে ফেরার জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন।