হিজাব পরা বাণিজ্যমন্ত্রীর প্রতি সুইডিশ সরকারের সমর্থন

প্রকাশ: ২০১৭-০২-১৪ ১২:০৬:০৯


hijabহিজাব পরার জন্য সমালোচনার শিকার বাণিজ্যমন্ত্রী অ্যান লিন্ডের প্রতি সমর্থন ব্যক্ত করেছে সুইডেন সরকার। সুইডিশ সরকার জানিয়েছে, ইরান সফরকালে হিজাব পরাটাই ছিল যথার্থ। এটা না করা হলে বরং আইনভঙ্গ করা হতো। গত সপ্তাহে বাণিজ্যমন্ত্রী অ্যান লিন্ডের নেতৃত্বে একটি দল ইরান সফর করে। উল্লেখ্য, সুইডেন দাবি করছে, তারাই বিশ্বের প্রথম ‌’নারীবাদী সরকার। ‘

প্রখ্যাত এক ইরানি নারী অধিকার কর্মী এবং সুইডেনের রাজনীতিবিদেরা ইরান সফরের সময় হিজাব পরার জন্য মন্ত্রীর সমালোচনা করচেন। তাদের দাবি, এটা তথাকথিত নারীবাদী পররাষ্ট্রনীতির জন্য খুবই খারাপ কাজ।

এ ব্যাপারে লিন্ডে বলেন, তিনি ইরানি আইন ভাঙতে চাননি। এর একমাত্র বিকল্প ছিল কেবল পুরুষ সদস্যদেরই ইরান সফরে পাঠানো। সূত্র: বিবিসি