‘ভালোবাসা স্রেফ দেওয়া নেওয়ার ব্যাপার’

প্রকাশ: ২০১৭-০২-১৪ ১৬:৩২:৫০


taslimaআমাকে এই এই দেবে, আমি তোমাকে সেই সেই দেবো। দুটো প্রাণীর মধ্যে দেওয়া নেওয়াটা মোটামুটি একটা সন্তোষজনক অবস্থায় পৌঁছলে আমরা তাকে ‘প্রেম’ বা ‘ভালোবাসা’ বলি। দেওয়া নেওয়ায় গরমিল হলে আমরা সম্পর্ক ভেঙ্গে দিয়ে অন্য কারুর সঙ্গে সম্পর্ক গড়ি যার সঙ্গে দেওয়া নেওয়াটা জুৎসই হয়, — কোনও বিক্রেতার সঙ্গে দরদামে বনিবনা হলে আমরা বেশ খুশি আর না হলে অখুশি, না হলে অন্য বিক্রেতা খুঁজে নিই — এ অনেকটা সেরকম।

দেওয়া নেওয়াটাই তো একরকম কেনা বেচা। শুনতে খারাপ লাগে বলে আমরা একে কেনা বেচা বলি না, ভালোবাসা বলি। কারো জন্য মন কেমন করে, কেউ পাশে না থাকলে কষ্ট হয়, — এসব অভ্যেসের কারণে। পোষা ভেড়াটা মরে গেলে বা অনেক দিনের ভালো জুতোটা ছিঁড়ে গেলেও এমন হয়। মানুষ মূলত স্বার্থপর। মানুষের স্বার্থান্বেষী চরিত্রকে আড়াল করার জন্য আমরা হৃদয় হৃদয় বলে চেঁচামেচি করি। এতে আমাদের, আমরা মনে করি, সুন্দর দেখাচ্ছে বা নিঃস্বার্থ দেখাচ্ছে।

(লেখকের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)