পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি নিহত
প্রকাশ: ২০১৭-০২-১৫ ১০:৩৩:৩১
পাবনার আমিনপুরে পুলিশ ও সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ নিস্তার ওরফে নিজাম (৪০) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৩টার দিকে জেলার আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের দড়িরচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিস্তার সদর উপজেলার খাসচর বলরামপুর গ্রামের মৃত এছেন আলীর ছেলে। তিনি চরমপন্থি সর্বহারা দলের আঞ্চলিক নেতা ছিলেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল হুদা জানান, দড়িরচর এলাকায় চরমপন্থি দলের জুলহাস গ্রুপ ও নিস্তার গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। এ খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীদের দুই গ্রুপ গুলি ছোড়ে। এ সময় পুলিশও গুলি ছুড়লে ত্রিমখী বন্দুকযুদ্ধ শুরু হয়। বন্দুকযুদ্ধের একপর্যায়ে চরমপন্থি সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে নিস্তার ওরফে নিজামের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি আরো জানান, নিস্তার ঢালারচরে চাঞ্চল্যকর তিন পুলিশ হত্যাসহ অন্তত ১২টি মামলার আসামি ছিলেন। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।