কুমিল্লায় যুবলীগ নেতা অপহৃত নয়, হাসপাতালে!

প্রকাশ: ২০১৭-০২-১৫ ১৬:০৫:৪৮


commilaকুমিল্লার চৌদ্দগ্রামের আলকরায় মো. মামুন (২৫) নামের এক যুবলীগ নেতাকে মারধর করে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। তবে বিষয়টি অপহরণ নয় তা অপপ্রচার বলে দাবি করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি। মামুন বর্তমানে চৌদ্দগ্রাম হাসপাতালে ভর্তি রয়েছেন।

সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে উপজেলার আলকরা ইউনিয়নের নোয়াইজ্জা এলাকায় মামুনকে মারধর করে তার রাজনৈতিক প্রতিপক্ষ। মামুন আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত আবদুর রাজ্জাক ভূঁইয়ার ছেলে এবং আলকরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

নিখোঁজ মামুনের চাচা আহসান উল্লাহ ও ভাই মাহবুব জানান, মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষের লোকজন মামুনকে নোয়াইজ্জায় মারধর করে পাশের ডেকরার একটি ক্লাবে আটকে রাখে। সর্বশেষ তারা মামুনকে ফেনীর দিকে নিয়ে যায় বলে তারা খবর পায়। মঙ্গলবার তারা এই বক্তব্য দিলেও বুধবার তাদের সাথে যোগাযোগ করা যায়নি।

চৌদ্দগ্রাম থানার ওসি আবু ফয়সাল জানান, যুবলীগ নেতা মামুনকে মারধরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রাজনৈতিক বিরোধে কিছু লোক তার উপর হামলা চালায়। তিনি আহত হয়ে ফেনীর একটি হাসপতালে ভর্তি হন। তাকে সেখান থেকে এনে চৌদ্দগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। মামুনের বিরুদ্ধে ২টি হত্যাসহ ৮টি মামলা রয়েছে। তাকে গ্রেফতার দেখানো হবে।