ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট আন্তর্জাতিক ড্রাগ ডিলার : যুক্তরাষ্ট্র
প্রকাশ: ২০১৭-০২-১৫ ১৭:৪৯:৩১
ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ‘আন্তর্জাতিক ড্রাগ ডিলার’ বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ‘দ্য ট্রেজারি ডিপার্টমেন্টস অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল’ (ওএফএসি) জানায়, তারিক এল আইসসামি আন্তর্জাতিক পর্যায়ে মাদক চোরাচালানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সোমবার দেয়া এক বিবৃতিতে ওএফএসি’র ভারপ্রাপ্ত পরিচালক জন স্মিথ বলেন, বেশ কয়েক বছর ধরে ভেনিজুয়েলায় মাদক চোরাচালান নিয়ে তদন্ত করে আমরা এই তথ্য পেয়েছি।
এ বছর জানুয়ারি মাসে ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট হয়েছেন আইসসামি। এর আগে তিনি দেশটির স্বরাষ্ট্র ও বিচার বিভাগ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। সিএনএন।