তারিক সজীবের বিচিত্র প্রবন্ধ সংকলন

আপডেট: ২০১৭-০২-১৫ ১৮:৪০:৪৪


Taric Sajibএবারের অমর একুশে গ্রন্থমেলায় কবি তারিক সজীব-এর বিচিত্র প্রবন্ধ সংকলন নামে একটি প্রবন্ধের বই প্রকাশিত হয়েছে। গ্রন্থটি প্রকাশ করেছে বিজয় প্রকাশ। এটি লেখকের ৫ম গ্রন্থ। বাংলাদেশ তথা বিভিন্ন বিষয় তিনি তার প্রবন্ধে উল্লেখ করেছেন। প্রবন্ধের উল্লেখযোগ্য বিষয়গুলো হলো-কবি-কবিতা, কবিতা ও বিজ্ঞান, শরৎচন্দ্রের টুকরো কথা, লালনের মানবতাবাদ, সংস্কৃতিসহ আরও অন্যান্য।

এই গ্রন্থটি নিয়ে লেখকের অভিমত হলো, কবিমানস্য কখনো কখনো নীতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। স্বপ্ন নয়-প্রেম নয়-কোনো এক বোধ কাজ করে আমি সব ছেড়ে আমার প্রাণের কাছে আসি, বলি এই হৃদয়ের সে কেন জলের মতো ঘুরে-ঘুরে একা কথা হয়। আসলে মানুষের মন সবসময় চিন্তা কিংবা কল্পনার রাজ্যে বিচরণ করে। সেখানে বস্তুর রূপকল্প বিভিন্নভাবে আবিষ্কৃত হয়। সেই রূপকল্প বিভিন্নভাবে প্রকাশ লাভ করে।

তাই সেই প্রকাশে যুক্তির পারস্পর্য খোঁজা বৃথা এবং তাতে যে সাহিত্য সৃষ্টি হবে তা মূলত অবচেতন মানসজাত চিন্তার পথ ও পদ্ধতিই অনুসরণ করবে। লেখক আরো উল্লেখ করেছেন, তার এই প্রবন্ধ থেকে বাংলাদেশে সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে কিছুটা হলেও ধারণা নেয়া সম্ভব। এমনকি অনেক অনেক বিষয়ের সাথে পাঠক পরিচিত হতে পারবেন, যেসব বিষয়গুলো দেশীয় ও আন্তর্জাতিকভাবে বিভিন্ন সমস্যায় সাম্প্রতিক পরিস্থিতির গুরুত্বপূর্ণ দিক বহন করবে। প্রচলিত জীবনযাত্রাকে, মানুষের ধর্মবোধ ও নীতিবোধকে প্রকাশ্যে ব্যঙ্গ করে শিল্পীর অবচেতন মনে যে শিল্পবোধ জন্মায়, হোক তা বিশৃঙ্খল, কবিতার জগতে তাকে তাঁরা স্বাগত জানান।

সেই সাথে তারিক সজীবের সম্পাদনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নোয়াগ্রামের বিশিষ্ট ইঞ্জিনিয়ার মীর আবুল কাশেম-এর লেখা জীবনীগ্রন্থ দয়াল আমার পরশমণি বইটি প্রকাশ করেছে মাহি প্রকাশনী। বইটিতে লেখক তাঁর ব্যক্তিজীবনে সমসাময়িক বিভিন্ন স্মৃতিচারণ উপস্থাপন করেছেন। প্রতিটি বইয়ের মূল : ১৫০.০০ টাকা। বই দুইটি পাওয়া যাবে বিজয় প্রকাশ ও মাহি প্রকাশনীতে (সোহরাওয়ার্দী উদ্যান)।