বরগুনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

প্রকাশ: ২০১৭-০২-১৬ ১০:৪৬:৫৪


Hortal-Gabtoliমহাসড়কে মাহেন্দ্র, অটোরিকশা চলাচল এবং পুলিশের হাতে গ্রেফতারকৃত বাস শ্রমিকদের মুক্তির দাবিতে জেলা বাস মালিক ও শ্রমিক সমিতির ডাকে বরগুনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। বৃহস্পতিবার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ সব রুটে এই ধর্মঘট শুরু হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বাস মালিক-শ্রমিক সমিতির নেতারা জানান, ১৩ ফেব্রুয়ারি মহাসড়কে যান চলাচল নিয়ে মাহেন্দ্র, অটোরিকশা শ্রমিকদের সঙ্গে সমঝোতা বৈঠকে বসেন তারা। ওই বৈঠকে শুরু হয় বাকবিতণ্ডা। এ সময় মাহেন্দ্র, অটোরিকশা শ্রমিকরা চারটি বাস ভাঙচুর করেন। বাস শ্রমিকরা এতে বাধা দিতে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে ১৮ জন শ্রমিককে আটক করে। একই ঘটনাকে কেন্দ্র করে আমতলীতে একটি বাসে আগুন দেয় মাহেন্দ্র-অটোরিকশা শ্রমিকরা।

সমিতির নেতার আরও বলেন, গ্রেফতারকৃত বাস শ্রমিকদের মুক্তি দেয়ার পাশাপাশি যতদিন মহাসড়কে মাহেন্দ্র, অটোরিকশা ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চলাচল বন্ধ না হবে ততদিন পরিবহন ধর্মঘট চালিয়ে যাবেন।