‘নিষ্ঠা ও আন্তিরকতার সাথে দায়িত্ব পালন করবো’

প্রকাশ: ২০১৭-০২-১৬ ১২:০৪:০৩


savarনব নিযুক্ত নির্বাচন কমিশন নিষ্ঠা ও আন্তরিকতার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। এছাড়াও তারা এ দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার সকাল ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় সিইসি তাঁর নিয়োগ নিয়ে বিএনপির প্রতিক্রিয়ার জবাবে বলেন, তারা কেন আর কিভাবে এসব মন্তব্য করেন। এটা তাদের ব্যাপার। এ ব্যাপারে কোন প্রতিক্রিয়া বা মন্তব্য কোনটাই আমার নেই।

তিনি আরও বলেন, আমরা এখনও চেয়ারেই বসিনি। তাই বিস্তারিত কিছু বলার সময়ও আসেনি। তবে এতটুকুই বলবো, আমরা আন্তরিক, দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। যাতে আমরা সার্থক হতে পারি।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে সকাল সাড়ে দশটার দিকে তারা স্মৃতিসৌধ প্রাঙ্গন ত্যাগ করেন। এসময় তার সাথে অপর চার কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন উপস্থিত ছিলেন।