আল-আরাফাহ্ ব্যাংকের পর্ষদ সভা স্থগিত
প্রকাশ: ২০১৭-০২-১৬ ১৫:৫২:১৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ব্যাংকটি আগামী ১৮ ফেব্রুয়ারি, শনিবার সকাল সাড়ে ১১টায় পর্ষদ সভার ঘোষণা দিয়েছিল। ব্যাংকটি সভার নতুন তারিখ ও সময় পরবর্তী নোটিসের মাধ্যমে জানাবে।
সভায় ব্যাংকের ৩১ ডিসেম্বর,২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে আসতে পারে ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।
উল্লেখ্য, ২০১৫ সালে ব্যাংকটি বিনিয়োগকারীদের ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে।