বি.এম কলেজে উদযাপিত হচ্ছে কবি জীবনানন্দ মেলা

আপডেট: ২০১৭-০২-১৮ ১২:৩৫:২৭


BM Collegeকবি জীবনানন্দ দাস এর ১১৮তম জন্মদিন উপলক্ষ্যে সরকারি বি.এম কলেজের সাংস্কৃতিক সংগঠন উত্তরণের আয়োজনে ৩দিনব্যাপী উদযাপিত হচ্ছে জীবনানন্দ মেলা।
১৫ই ফেব্রুয়ারি বুধবার মেলা শুরু হয়ে চলবে ১৭ ফেব্রুয়ারি শুক্রবার পর্যন্ত। জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড বরিশালের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক।

অনুষ্ঠানের প্রথম দিন প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিএম কলেজের অধ্যক্ষ্য প্রফেসর স.ম. ইমানুল হাকিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদিচী শিল্পগোষ্ঠি কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমান, সৈয়দ দুলাল,সভাপতি মন্ডলীর সদস্য,বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন,বরিশাল।প্রফেসর শাহ্ সাদেজা,সহ-সভাপতি,বাংলাদেশ মহিলা পরিষদ,বরিশাল জেলা।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. গাজী মোঃ সাইফুজ্জামান,জেলা প্রশাসক,বরিশাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর স্বপন কুমার পাল,উপাধ্যক্ষ,সরকারি বি.এম কলেজ,বরিশাল। জনাব এস এম ইকবাল,সভাপতি,বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ,বরিশাল। প্রফেসর ড. মেথিউ সরোজ বিশ্বাস,সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক আহ্বায়ক,সরকারি বি.এম কলেজ বরিশাল।

জীবনানন্দ মেলায় বিভিন্ন ধরনেে ৩৫ টি স্টল রয়েছে তন্মধ্যে বইয়ের স্টলের সংখ্যাই বেশি। রকমারি স্টলগুলোর পাশাপাশি রয়েছে নাগরদোলাসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন।

সানবিডি/বিএম কলেজ/অনিক/এসএস