ফেসবুকে মাশরাফির নামে ৯ লাখ আইডি!

প্রকাশ: ২০১৭-০২-১৯ ১২:৪১:২৪


Masrafyসামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একই নামে ৯ লাখ আইডি! শুনলেই চোখ কপালে উঠার কথা। তবে বাস্তবে সেটাই ঘটেছে। কারণ নামটি যে বাংলাদেশে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। ফেসবুকে মাশরাফি লিখে সার্চ দিলেই তার প্রমাণ পাওয়া যায়।

মাশরাফির নিজের নামে একটা ভ্যারিফায়েড পেজ আছে। এই পেজে মাশরাফির অনুসরণকারী ৮১ লাখ ২০ হাজারের ওপরে। তবে নিজের ঘনিষ্টদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য আরেকটা ফেসবুক আইডি আছে টাইগার অধিনায়কের। কিন্তু কিছুদিন পর পর তার ওই আইডি হ্যাক হয়ে যায়। ফলে আবার নতুন করে আইডি খুলতে হয় তাকে। এমনকি গত দু’বছরে পাঁচ-ছয়বার আইডি খুলতে হয়েছে তাকে।

এরই ধারাবাহিকতায় নতুন আইডি খুলতে গিয়ে পারছিলেন না মাশরাফি। ফলে ফেসবুক কর্তৃপক্ষের কাছে মেইল করে জানতে পারলেন মাশরাফির নামে ফেসবুকে ৯ লাখ আইডি খোলা হয়েছে।

এক ক্রীড়া সাংবাদিকের কাছে মাশরাফি নিজেই এ ঘটনার বর্ণনা করেছেন। সেই ঘটনা ওই সাংবাদিক আবার তুলে ধরেছেন তার নিজের ফেসবুক প্রোফাইলে।