মিরসরাইয়ে কাভার্ড ভ্যান-চাপায় ৩ নারী নিহত
প্রকাশ: ২০১৭-০২-২০ ১৬:১২:১৫
চট্টগ্রামের মিরসরাইয়ের মস্তাননগর রহমানী দরবার শরীফের ওরশে যোগ দিতে এসে লাশ হলেন তিন নারী।
রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় (মাস্তাননগর বাইপাস) এলাকায় সড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান ওই ৩ নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। নিহতরা হলেন, সাজেদা বেগম (৪৫), পেয়ারা বেগম (৬০) ও পেয়ারা বেগম (৪৫)। তারা ব্রাহ্মণবাড়িয়ারবিজয়নগর উপজেলার কাশিপুর গ্রামের বাসিন্দা।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরিদ উদ্দিন বলেন, নিহতদের লাশ বিকৃত হয়ে গেছে। গত বছরও রাস্তা পারাপারের সময় এই এলাকায় একজন নিহত হয়েছিলেন।