খালেদা জিয়া-বার্নিকাট বৈঠক বুধবার
আপডেট: ২০১৭-০২-২১ ২৩:১৩:৪৭
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাটের মধ্যে আগামীকাল বুধবার বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান এতথ্য জানান। তিনি জানান, বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে তার গুলশান কার্যালয়ে বিকাল সাড়ে ৪ টায় বার্নিকাটের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে দেশের সময়সামিয়িক রাজনৈতিক পরিস্থিতিসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা স্থান পাবে। সম্প্রতি নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ওই কমিশনের প্রতি ইতিমধ্যে অনাস্থা জানিয়েছে বিএনপি।
ধারণা করা হচ্ছে নব-গঠিত নির্বাচন কমিশন নিয়েও আলোচনা হবে তাদের মধ্যে। এরআগে ২৫ জানুয়ারী খালেদা জিয়া ও মার্শিয়া ব্লুম বার্নিকাটের মধ্যে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।