কাদের খানের পরিকল্পনাতেই লিটনকে হত‌্যা : ডিআইজি

প্রকাশ: ২০১৭-০২-২২ ১২:৫০:১৯


Kader Khanজাতীয় পার্টির সাবেক সাংসদ আবদুল কাদের খানের পরিকল্পনাতেই গাইবান্ধা-১ আসনের সাংসদ মনজুরুল ইসলাম লিটনকে হত‌্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার গাইবান্ধায় এক সংবাদ সম্মেলনে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক এ কথা জানান।

হত‌্যাকাণ্ডে অংশ নেওয়া চারজনের মধ‌্যে কাদের খানের গাড়িচালক আবদুল হান্নান, বাসার তত্ত্বাবধায়ক শাহিন মিয়া ও মেহেদী গ্রেফতার হওয়ার পর হাকিম আদালতে ‘১৬৪ ধারায় জবানবন্দি’ দেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাদের খানকে গ্রেতার করা হয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

সংবাদ সম্মেলনে আরো জানান, “কাদের খান এক বছর ধরে সাংসদ লিটনকে হত্যার পরিকল্পনা করেন। হত‌্যাকাণ্ডে অংশ নেওয়া চারজনকে একটি গুদামে ছয় মাস ধরে প্রশিক্ষণ দেওয়া হয়। ”

উল্লেখ্য, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য লিটনকে গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামে তার বাড়িতে গুলি করে হত‌্যা করা হয়।

সানবিডি/ঢাকা/এসএস