নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

প্রকাশ: ২০১৭-০২-২৩ ১৬:০০:০৪


 

JKKNIUজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠিত। সভাপতি মেহেদী জামান লিজন (দৈনিক তৃতীয় মাত্রা) এবং সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম (দৈনিক ভোরের ডাক)।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম’কে প্রধান পৃষ্ঠপোষক এবং সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি সজীব আহমেদ ও প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আজিজার রহমান’কে উপদেষ্টা করে ১ (এক) বছর মেয়াদী ৮ (আট) সদস্য বিশিষ্ট্য নতুন কমিটি গঠিত হয়েছে।

২০ ফেব্রুয়ারি, সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় উপাচার্য কক্ষে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সাংবাদিক সমিতির প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. মোহীত উল আলম এর উপস্থিতে এ কমিটি গঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) ড. মোঃ হুমায়ুন কবীর, প্রক্টর ড. মোঃ জাহিদুল কবীর, উপ-পরিচালক (জনসংযোগ) এস এম হাফিজুর রহমান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাগণ।

উক্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রাশেদ সৌরভ, সাংগঠনিক সম্পাদক বদরুল আলম বিপুল, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, দপ্তর ও প্রচার সম্পাদক মো. আব্দুল্লাহ আল ফাহিম (তুহিন) এবং সদস্য মো. জসিম আহমেদ।