টি-টোয়েন্টির বর্ষসেরা বোলার মুস্তাফিজ
প্রকাশ: ২০১৭-০২-২৫ ১১:৫৭:২৫
বিশ্বের সবচেয়ে অভিজাত ক্রিকেট বিষয়ক সংবাদ সংস্থা ক্রিকইনফোর বিচারে গত বছরের সেরা টি-টোয়েন্টি বোলিং পারফরমার হিসেবে স্বীকৃতি পেয়েছেন মুস্তাফিজুর রহমান।
ইয়ান চ্যাপেল, মাহেলা জয়াবর্ধনে, কোর্টনি ওয়ালশ, মার্ক বুচার, রমিজ রাজা এবং ক্রিকইনফোর বিশেষজ্ঞ প্যানেল ঠিক করেছে বিভিন্ন ফরম্যাটে সেরা ব্যাটসম্যান ও বোলারদের। সেখানে টি-টোয়েন্টির সেরা বোলিং হিসেবে স্বীকৃতি পেয়েছে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে মুস্তাফিজের ২২ রানে ৫ উইকেটের পারফরম্যান্সটি
এখানে নিজের প্রথম ৩ ওভারে ৩টি এবং শেষ ওভারে ২টি উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। এই ক্যাটাগরিতে তিনি পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের মাইকেল স্যান্টনার ও ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্র্যাভোকে।
এ ছাড়া ক্রিকইনফোর বিচারকের বিচারে বছরের সেরা টেস্ট ব্যাটিং বেন স্টোকন, সেরা টেস্ট বোলিং স্টুয়ার্ট ব্রড, সেরা ওয়ানডে বোলিং সুনীল নারিন, সেরা ওয়ানডে ব্যাটিং কুইন্টন ডি কক এবং সেরা টি-টোয়েন্টি ব্যাটিং পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন কার্লোস ব্রাফেট। এর মধ্যে টেস্ট ব্যাটিং ও ওয়ানডে বোলিংয়ে মনোনয়ন তালিকায় ছিলেন আরো দুই বাংলাদেশি—তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজা।