কক্সবাজারে পিকনিকের মাইক্রোবাস খাদে, নিহত ৪
প্রকাশ: ২০১৭-০২-২৫ ১১:৫৯:২৬
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পিকনিকের একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তর হারবাং গোয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাইক্রোবাসের চালক আমির হোসেন (৩৫), ঢাকার বাসাবো এলাকার আইয়াস আলীর ছেলে সাথি (২৫), কুমিল্লার হোমনার স্বপন মিয়ার স্ত্রী সুমি (২৭) ও কুমিল্লার নোয়াপাড়ার বাপ্পির স্ত্রী অজ্ঞাত (৪০)।
জানা যায়, শুক্রবার রাতে পিকনিকের মাইক্রোবাসটি ঢাকার বাসাবো থেকে কক্সবাজার যাচ্ছিল। সকালে উক্ত এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। আহত ৮ জনকে উদ্ধার করে স্থানীয়রা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দু’জনের অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ছিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই নুরুল ইসলাম জানান, লাশগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।