‘পলাতকদের গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চলছে’
প্রকাশ: ২০১৭-০২-২৫ ১৬:০৫:০১
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, “পিলখানায় বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িতদের ইতোমধ্যেই বিচারের আওতায় আনা হয়েছে। আর এ ঘটনার সাথে জড়িত এখনও যারা পলাতক আছে, তাদের গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চলছে। ” আজ শনিবার বিডিআর ট্র্যাজেডির আট বছর পূর্তি উপলক্ষে নিহত সেনা কর্মকর্তাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, ‘এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অনেকেরই শাস্তি ভোগ শুরু হয়েছে, যারা নাকি বিভিন্ন মেয়াদে অন্তরীণ হয়েছিল। আমাদের বিচার বিভাগ তাদের কাজটি সঠিকভাবে করেছেন। আর যারা যারা মৃত্যু, ডেথ রেফারেন্সের মামলায় রয়েছেন, তাদেরকেও খুব শিগগিরই আদালত থেকে ক্লিয়ার করা হবে এবং তাদেরও শাস্তি কার্যকর হবে। ’
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, ‘পেছন থেকে যারা ইঙ্গিত দিয়েছিল কিংবা সহযোগিতা করেছিল, আমরা যেগুলো সাক্ষী-প্রমাণ পেয়েছি, সবই আমরা নিয়ে আসছি। সাক্ষী-প্রমাণের বাইরে তো আমাদের কিছু করার নেই। যেগুলি সাক্ষী-প্রমাণ পেয়েছি, যেগুলো তথ্য আমরা পেয়েছি, সঠিক পেয়েছি, সেগুলো আমরা ব্যবস্থা নিয়েছি। ’