এবার রাবি প্রশাসন ভবনে তালা লাগিয়ে দেয়ার হুমকি
প্রকাশ: ২০১৭-০২-২৫ ১৬:২১:২৮
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জামায়াত-বিএনপি পন্থী শিক্ষকদের নিয়োগ বাতিল ও নিজ দলের নেতাকর্মীদের চাকরির দাবিতে প্রশাসন ভবনে স্থায়ীভাবে তালা লাগিয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে প্রশাসন ভবনের সামনে মতিহার থানা আওয়ামী লীগের সমাবেশ থেকে এ হুমকি দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিএনপির আমলে নিয়োগপ্রাপ্ত ৫৫৪ জন কর্মকতা ও কর্মচারির মধ্যে মাস্টাররোলে থাকা ২৫০ জনকে অ্যাডহক ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেয়া হচ্ছে এমন গুজব ছড়ায় আন্দোলনরত নেতাকর্মীরা। তারা দাবি করেন শনিবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এদেরকে নিয়োগ দেয়া হবে। এর প্রতিবাদে বেলা ১২টার দিকে মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয়। এসময় তারা নিজেদের নেতাকর্মীদের চাকরির দাবিতে প্রশাসন ভবনের গেট বন্ধ করে সমাবেশ করে। এরপর মহানগর আওয়ামী লীগ নেতা ডাবলু সরকার এসে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন।
এদিকে সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরি সারওয়ার জাহান বলেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ শনিবার দুপুর ১টায় সিন্ডিকেটের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে নিয়োগ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের স্বাস্থ্য বীমা সংক্রান্ত্র একটা ইস্যু এই সিন্ডিকেটের আলোচ্য বিষয় ছিলো।