কাজাখস্তান থেকে ইউরেনিয়াম ক্রয়ের আবেদন ইরানের
প্রকাশ: ২০১৭-০২-২৫ ১৮:২৩:৪২
ইরানের পরমাণু সংস্থার প্রধান শনিবার জানিয়েছেন, তেহরান কাজাখস্তানের কাছ থেকে আগামী তিন বছরে সাড়ে ৯শ’মেট্রিক টন ইউরেনিয়াম ক্রয়ের আবেদন জানিয়েছে।
২০১৫ সালে ইরান ও বিশ্বের ক্ষমতাধর দেশের মধ্যে স্বাক্ষরিত পারমানবিক চুক্তি দেখভাল করা কমিটির কাছে এ ক্রয় আবেদন জমা দেয়া হয়। ইউরেনিয়াম কেনার লক্ষ্য ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচির উন্নয়ন করা।
ইরানের পারমানবিক জ্বালানি সংস্থার প্রধান আলী আকবর সালেহি দেশটির সরকারি বার্তা সংস্থা আইএসএনএকে বলেন, আগামী তিন বছরের মধ্যে এসব ইউরেনিয়াম কেনা হবে।
তিনি বলেন, প্রথম দুই চালানে সাড়ে ৬শ’ মেট্রিক টন এবং তৃতীয় বছরে ৩শ’ মেট্রিক টন ইউরেনিয়াম ইরানে প্রবেশ করবে। এএফপি।