পরিবহন ধর্মঘটে স্থবির ইবির ক্লাস-পরীক্ষা

প্রকাশ: ২০১৭-০২-২৬ ১৩:৫৩:১৮


Islamic-University(IU)তারেক মাসুদ ও মিশুক মনীর নিহতের মামলায় বাসচালক জামির হোসেনের যাবজ্জীন কারাদন্ডের প্রতিবাদে পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় কমিটির ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অচল হয়ে পড়েছে। রবিবার ক্যাম্পাস সরেজমিন ঘুরে শিক্ষার্থীদের উপস্থিতি কম ও কোন বিভাগে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হতে দেখা যায়নি।

জানা যায়, ২০১১ সালের ১৩ অগাষ্ট মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে বাসের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে মাইক্রোবাস আরোহী চলচ্চিত্রকার তারেক মাসুদ ও গনমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের বাসচালক জামির হোসেনকে আসামি করে ঘিওর থানার তৎকালীন এসআই লুৎফর রহমান বাদী হয়ে একটি মামলা করেন।

দীর্ঘ প্রায় ছয় বছর পর ২২ ফেব্রুয়ারি ওই দুর্ঘটনায় জড়িত থাকার অপরাধে বাসচালক জামির হোসেনকে যাবজ্জীন কারাদন্ড দেয় মানিকগঞ্জ জেলা আদালত। এরই প্রতিবাদে ২৬ ফেব্রুয়ারি রবিবার থেকে ১০ জেলায় সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় কমিটি।

পরিবহন শ্রমিকদের ডাকা এই ধর্মঘটে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অচল হয়ে পড়েছে। রবিবার ক্যাম্পাসের নিজস্ব ও ভাড়ায় চালিত কোন গাড়ি কুষ্টিয়া-ঝিনাইদহ থেকে না আসায় কুষ্টিয়া-ঝিনাইদহে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ক্যম্পাসে আসতে পারেনি। ফলে কোন বিভাগে চুড়ান্ত পরীক্ষ, সাধারণ ক্লাস-পরীক্ষা, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনুষ্ঠিত হয়নি। এছাড়াও শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় সব মিলিয়ে অচল হয়ে পড়েছে ক্যাম্পাস।

এ বিষয়ে অর্থনীতি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সোহেল রানা শিবলী বলেন, ‘আমাদের আজ দুইটি ক্লাস ও একটি পরীক্ষা হওয়ার কথা ছিলো। কিন্তু ক্যাম্পাসে কুষ্টিয়া ও ঝিনাইদহ থেকে গাড়ি না আসায় ক্লাস ও পরীক্ষা কোনটিই অনুষ্ঠিত হয়নি। আমরা চাই প্রশাসন এ বিষটি দ্রুত সমাধন করুক।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘ধর্মঘটে ক্যাম্পাসে গাড়ি চলাচলের বিষয়ে আমরা গতকাল কুষ্টিয়া ও ঝিনাইদহ বাস মালিক সমিতির সাথে কথা বলেছি। তারা আমাদের কাছে একদিন সময় নিয়েছে। আগামীকাল থেকে যাতে ক্যাম্পাসে গাড়ি আবার চলাচল করতে পারে সে জন্য আজ সন্ধ্যায় আমরা তাদের সাথে আলেচনায় বসবো।’