এক সময় সারের জন্য কৃষককে জীবন দিতে হয়েছে : প্রধানমন্ত্রী

প্রকাশ: ২০১৭-০২-২৬ ১৮:২৫:১১


hasinaপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২৫ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন ধরনের খাদ্যগুদাম এ দেশে আর কেউ করেনি। আমরা ক্ষমতায় এসে সারের দাম কমিয়েছি।এখন সারের কোনো অভাব নেই। এক সময় সারের জন্য কৃষককে জীবন দিতে হয়েছে।
সান্তাহার স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আমরা বিনা পয়সায় ছাত্র-ছাত্রীদের বই দিয়েছি। বইয়ের অভাবে এখন আর কারও পড়ালেখা বন্ধ থাকে না। প্রত্যেক উপজেলা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত পাকা রাস্তা হবে।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে  ২৫ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন বহুতল বিশিষ্ট অত্যাধুনিক খাদ্যগুদাম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেখানে একটি আম গাছের চারা রোপণ করে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর পুলিশ সদস্যরা তাকে গার্ড অব অনার দেন। খাদ্যগুদাম উদ্বোধনের পর তা ঘুরে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।