খুলনা বিভাগের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রকাশ: ২০১৭-০২-২৭ ১৬:২৮:২১


jessore_pic-21বাস চালকের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে খুলনা বিভাগের ১০ জেলায় চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। খুলনা সার্কিট হাউজে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর সোমবার দুপুরে এ ধর্মঘট প্রত্যাহার করা হয়।

বৈঠক শেষে খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন ও খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বিপ্লব যৌথভাবে এই সিদ্ধান্তের কথা জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান এবং খুলনা বিভাগীয় ট্রাক ও বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফফার বিশ্বাসসহ প্রশাসনের কর্মকর্তা ও শ্রমিক নেতারা।

প্রসঙ্গত, মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর নিহতের ঘটনায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে রবিবার সকাল ছয়টা থেকে খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট করে শ্রমিকরা।