কুনিও হোশি হত্যা মামলায় পাঁচজনের ফাঁসি
প্রকাশ: ২০১৭-০২-২৮ ১২:২০:১০
রংপুরে চাঞ্চল্যকর জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার এ রায় ঘোষণা করেন।
মঙ্গলার এ রায়কে কেন্দ্র করে আদালত ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে পাঁচ আসামিকে আদালতে তোলা হয়।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি আসামি ও রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেন বিচারক নরেশ চন্দ্র সরকার।