রাজধানীতে অস্ত্রসহ অপহরণকারী চক্রের ৯ সদস্য আটক
প্রকাশ: ২০১৭-০২-২৮ ১২:৩০:০৯
রাজধানীর দক্ষিণ আগারগাঁও থেকে অস্ত্র ও গুলিসহ অপহরণকারী চক্রের ৯ সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় উদ্ধার করা হয়েছে অপহৃত একজনকে। সোমবার দিবাগত রাতে তাদের আটক করেন র্যাব-২-এর সদস্যরা।
বিষয়টি জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের ৯ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।