পদ্মা-মেঘনা ইলিশ অভায়শ্রমে দু’মাস মাছ ধরা

প্রকাশ: ২০১৭-০৩-০১ ১১:৩৯:৩৩


jatkaনিষিদ্ধ জাটকা সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনার অভায়শ্রমে নদীর মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজেন্ডার পর্যন্ত ১শ’ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।

মৎস্য অধিদপ্তরের নির্দেশে সরকার এ নিষেধাজ্ঞা জারি করে। চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান জানান, এ নিষেধাজ্ঞার আওতায় চাঁদপুর সদর, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও হাইমচর উপজেলায় ৪২ হাজার তালিকাভুক্ত জেলে রয়েছেন।

এসব জেলেকে সচেতন করার লক্ষ্যে এর আগে জেলাপ্রশাসক মো.আবদুস সবুর মন্ডলের নেতৃত্বে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে এসব উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক সভা করা হয়েছে।

এ ছাড়া জেলা টাস্কফোর্স জাটকা সংরক্ষণের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোস্টগার্ড, নৌ পুলিশ ও মৎস্য বিভাগ চার উপজেলায় দু’ মাস জাটকা ধরার বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে। এ সময় কোনো জেলে জাটকা ধরলে তাঁকে আইন অনুযায়ী জেল-জরিমানা করা হবে।