ট্রাম্পের নিষিদ্ধ তালিকা থেকে বাদ যাচ্ছে ইরাকের নাম

প্রকাশ: ২০১৭-০৩-০১ ১৫:২৯:৪২


trampপ্রেসিডেন্ট পদে বসার পরই মুসলিম অধ্যুষিত ইরাক, ইরান, ইয়েমেন, লিবিয়া, সিরিয়া, সুদান ও সোমালিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেন ডোনাল্ড ট্রাম্প।

মুসলিম অধ্যুষিত এসব দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশের ওপর তিনমাসের নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। নির্দেশের পরই বিশ্বজুড়ে প্রবল সমালোচনা-বিক্ষোভের মুখে পড়ে ট্রাম্প প্রশাসন।

সম্প্রতি জানা গেছে, ট্রাম্পের নিষিদ্ধ তালিকা থেকে বাদ পড়তে পারে ইরাক। বুধবার এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প।

বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে আনন্দবাজার জানায়, সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর বিরুদ্ধে লড়াইয়ে ইরাকের ভূমিকার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে। পেন্টাগন ও স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউসকে এ বিষয়ে অনুরোধ করায় সেটা বিবেচনায় নেন ট্রাম্প।