‘বন্দুকযুদ্ধে’ নব্য জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডার আলামীন নিহত

প্রকাশ: ২০১৭-০৩-০২ ১০:৪১:৪৭


Alaminবগুড়ার শেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নব্য জেএমবির সামরিক শাখার উত্তরাঞ্চলীয় কমান্ডার আলামীন ওরফে আমিনুল ইসলাম ওরফে রনি (২৩) নিহত হয়েছে।
পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, বুধবার দিবাগত রাত ৩ টার দিকে বগুড়া জেলার শেরপুর উপজেলার সীমান্তবর্তী ভবানীপুর ইউনিয়নের জামনগর গ্রামে টহলরত পুলিশের উপর জেএমবির ক্যাডাররা অতর্কিত গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে নব্য জেএমবির উত্তরাঞ্চলীয় সামরিক কমান্ডার আলামীন (২৩) গুরুতর আহত হয়। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিহত আলামীন রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার বুজরুক রাজারামপুর গ্রামের দুরুল হকের পুত্র। সে  বগুড়ার শেরপুর উপজেলার জুয়ানপুর গ্রামের গ্রেনেড বিস্ফোরণ মামলার সন্দেহভাজন আসামি।