রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী গ্রেফতার
প্রকাশ: ২০১৭-০৩-০২ ১৭:৪৯:০৮
রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী মো. এমদাদুল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহম্পতিবার সকালে রাজধানীর বনানীতে তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার জানান, গত ২৩ ফেব্রুয়ারি দুদকের উপসহকারী পরিচালক সাইদুজ্জামান বাদী হয়ে ওই রাজউকের সাবেক প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা করেন। ওই মামলায় আজ সকালে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।