প্রশ্ন ফাঁস : গ্রেফতার আটজন রিমান্ডে

প্রকাশ: ২০১৭-০৩-০২ ১৮:২১:০০


proshno-fashএসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার আটজনকে তিনদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার তাদের ঢাকা সিএমএম আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সময় রাজধানীর শাহজানপুর থানায় দায়ের করা মামলায় সাতদিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এসএম মাসুদ জামান প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বুধবার রাতে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- কমলাপুর শের-ই-বাংলা রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক রফিকুল ইসলাম, তার সহযোগী জহিরুল ইসলাম ওরফে শুভ, লিটন ওরফে আকাশ, রুমন ওরফে মাহির, রাজিব আলী, আরিফুল ইসলাম ওরফে আরিফ, তারিকুজ্জামান হিমেল ওরফে আবির ও অন্তর।