স্কুল ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেফতারf

প্রকাশ: ২০১৭-০৩-০৪ ১০:৩১:২২


rapeবরিশালে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গতকাল দুপুরে চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. মাসুম বিল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মাসুম বিল্লাহ চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া দাখিল মাদ্রাসার সুপার ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সবুজবাগ এলাকার হাবিবুর রহমানের ছেলে।

বরিশাল নগরের কাউনিয়া থানার উপ পরিদর্শক (এসআই) পবিত্র কুমার জানান, গত বৃহস্পতিবার সাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী মাসুম বিল্লাহর মেয়ের সাথে দেখা করতে যায়। এ সময় বাসায় কেউ না থাকায় মাসুম বিল্লাহ ওই ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া যায়। মাসুম বিল্লাহকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।