‘খালেদা জিয়ার নেতৃত্বেই নির্বাচনে যাবে বিএনপি’
প্রকাশ: ২০১৭-০৩-০৪ ১৭:২২:৩৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, খালেদা জিয়ার নেতৃত্বেই নির্বাচনকালীন সহায়ক সরকার প্রতিষ্ঠা করে নির্বাচনে যাবে বিএনপি এবং সেই নির্বাচনে জয় লাভ করে সরকার গঠন করবে বিএনপি। আজ দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত ‘নাগরিক সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘বিএনপিকে নির্বাচনে আসতে হবে। নতুবা তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে। ‘ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন কথার জবাবে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণ হলো এ দেশের মালিক। জনগণই নির্ধারণ করবে কোন দলের নিবন্ধন থাকবে, কোন দলের থাকবে না। যদি বিএনপির নিবন্ধন বাতিল হয়ে যায়, তবে দেশে কোনো দলের নিবন্ধন থাকবে না।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয়তাবাদী নাগরিক দলের আয়োজিত আলোচনা সভায় শাহজাদা সৈয়দ মো. ওমর ফারুকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহম্মদ আজম খাঁন, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।