নোয়াখালীতে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
প্রকাশ: ২০১৭-০৩-০৫ ১৪:১৭:০১
নোয়াখালীতে দুর্বৃত্তদের গুলিতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম (৪৫) নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মাইজচরা গ্রামে এ ঘটনা ঘটে। আবুল হাসেম ওই গ্রামের আবু সায়েদের ছেলে। তিনি সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাংলাবাজার থেকে বাড়ি ফিরছিলেন আবুল হাসেম। বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। এ সময় তার বুকে ও হাতে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভ্যন্তরীণ বিরোধে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।