রাষ্ট্রপতির ভূল নাম লিখে সমালোচনায় ইরফান
|| প্রকাশ: ২০১৫-১০-২৬ ১৮:১৪:০২ || আপডেট: ২০১৫-১০-২৬ ১৮:১৪:০২


রবিবার সন্ধ্যায় ইরফান খান অভিনীত ‘তালভার’ ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়ের সম্মানে।
এ বিষয়ে ইরফান খান তার টুইটে লিখেন, আজ সন্ধ্যায় আমরা ভারতের রাষ্ট্রপতি ‘প্রণব মুখার্জী’র সাথে তালভার ছবিটি উপভোগ করব। রাষ্ট্রপতির নাম মুখোপাধ্যায়ের জায়গায় মুখার্জী লিখেছেন ইরফান।
ইরফান খানের মত একজন খ্যাতনামা অভিনেতার এই ধরনের ভুলে সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াসহ ভারতের গণমাধ্যমগুলোতে।
সানবিডি/ঢাকা/রাআ