আমেরিকার বিশেষ নজরদারিতে আরও ১৪ রাষ্ট্র

প্রকাশ: ২০১৭-০৩-০৭ ১২:৩৪:৪২


DHS_Secretaryআরও ১৩/১৪টি দেশের নাগরিকদের ভিসা প্রদানের ব্যাপারে কঠোর হচ্ছে মার্কিন প্রশাসন। তবে এসব দেশের নাম প্রকাশ করা হয়নি। গত ২৭ জানুয়ারি এক নির্বাহী আদেশে সাত মুসলিম প্রধান দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওই সাতটি দেশ হলো ইরাক, ইরান, ইয়েমেন, লিবিয়া, সিরিয়া, সুদান ও সোমালিয়া। পরে ইরাকের ওপর নিষেধাজ্ঞা স্থগিত করা হয়।

আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী জন কেলী ৬ মার্চ নির্বাহী আদেশে বলেছেন, আরও ১৩/১৪টি দেশ বিশেষ নজরদারিতে রয়েছে। এগুলো শুধু মধ্যপ্রাচ্য কিংবা মুসলিম প্রধান নয়, বিশ্বের অন্য অঞ্চল ও জাতি-গোষ্ঠির দেশও রয়েছে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে ইরাকের মতো যদি অপর দেশগুলোও অকৃত্রিমভাবে যুক্তরাষ্ট্রের সহযাত্রী হয়, তাহলে তাদের ব্যাপারে কঠোর কোনো পদক্ষেপ অবলম্বন করা হবে না। আর যদি তেমনটি না ঘটে, তাহলে অবশ্যই সেসব দেশের নাগরিকদের ভিসা প্রদানেও কঠোর মনোভাব অবলম্বন করা হবে।

নতুন নিষেধাজ্ঞা কার্যকর হবে ১৬ মার্চ থেকে। শুধু সিরিয়ার ছাড়া বাকি সব শরণার্থীর ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে ১২০ দিনের নিষেধাজ্ঞা থাকছে আদেশে।

তবে এ দেশগুলোর গ্রিনকার্ডধারীদের ওপর নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। একইভাবে, ইতিমধ্যেই যারা নন-ইমিগ্র্যান্ট ভিসা পেয়েছেন, তারাও বাধাপ্রাপ্ত হবেন না। এছাড়া, যারা জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বৈঠকে অংশগ্রহণ কিংবা পেশাগতভাবে কূটনীতিক, তারা এ নিষেধাজ্ঞার আওতায় থাকবেন না।