জবি শিক্ষক জগদীশ চন্দ্র সরকার- ’তরুণ বিজ্ঞানী’ হিসেবে নির্বাচিত
প্রকাশ: ২০১৭-০৩-০৭ ১৩:০৪:০৪
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের শিক্ষক জগদীশ চন্দ্র সরকার- ’তরুণ বিজ্ঞানী’ হিসেবে নির্বাচিত হয়েছেন। জার্মানির লিন্ডাও-তে আগামী ২৫-৩০ জুন, ২০১৭ অনুষ্ঠিতব্য ৬৭তম ‘লিন্ডাও নোবেল লরিয়েট মিটিং (রসায়ন)[67th Lindau Nobel Laureate Meeting (Chemistry)]’-এ যোগদানের জন্য সায়েন্টেফিক রিভিউ প্যানেল অব দ্যা কাউন্সিল ফর দ্যা লিন্ডাও নোবেল লরিয়েট মিটিংসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রভাষক জগদীশ চন্দ্র সরকার ‘তরুণ বিজ্ঞানী (ণড়ঁহম ঝপরবহঃরংঃ)’ হিসেবে নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে রসায়নে নোবেল বিজয়ী প্রায় ৩১ জন বিজ্ঞানী অংশগ্রহণ করবেন। সম্মানজনক এই অনুষ্ঠানে বিশ্বের প্রভাবশালী তরুণ রসায়নবিদদের মধ্যে থেকে মাত্র ৪০০জন তরুণ বিজ্ঞানী অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।
উল্লেখ্য, সংস্থাটি রসায়নে নোবেলজয়ী বিজ্ঞানীদের সঙ্গে তরুণ গবেষকদের মত-বিনিময়ের সুযোগ সৃষ্টি এবং উৎসাহিত করার লক্ষ্যে এ প্রোগ্রামের আয়োজন করে থাকে।