চট্টগ্রামের মিরসরাইয়ে জঙ্গি আস্তানায় অভিযান

প্রকাশ: ২০১৭-০৩-০৮ ১২:৫৪:১৭


CTGচট্টগ্রামের মিরসরাইয়ে জঙ্গি আস্তানা ঘেরাও করে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। এরা আগে মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার স্টেডিয়ামের পাশে রেদোয়ান ভবনে অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ইউনিট।

অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হওয়ার কথা প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। মিরসরাইয়ের সহকারী পুলিশ সুপার সার্কেল মাহবুবুল আলম জানান, রাত থেকে অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।