৯৬ রানে ৬ উইকেট হারিয়ে অলআউট শীলঙ্কা
প্রকাশ: ২০১৭-০৩-০৮ ১৬:২০:৪৯
প্রথম ইনিংসে মিরাজই সবচেয়ে সফল, নিয়েছেন ৪ উইকেট। এর সঙ্গে শ্রীলঙ্কা আর ৯৬ রান যোগ করে অলআউট হয়েছে ৪৯৪ রানে। শেষ দিকে বোলারদের এই এই উজ্জীবিত লড়াই ব্যাটসম্যানদের জন্য ভীষণ দরকার ছিল। না হলে ক্লান্তির বোঝা নিয়ে মাঠে ব্যাট হাতে নামতে হতো বাংলাদেশকে। এখনো রানের বোঝা মাথার ওপর, কিন্তু ওই শেষের লড়াইটা দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। বাংলাদেশ বিনা উইকেটে ১৭ তুলে ফেলেছে। এর মধ্যে অবশ্য স্লিপে ক্যাচ দিয়েও বেঁচে গেছেন সৌম্য সরকার।